কুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি


জুন ২৪, ২০২১
১২:৩৩ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৪, ২০২১
১২:৩৩ পূর্বাহ্ন



কুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে বুধবার (২৩ জুন) আড়াই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।

নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, জয়চন্ডী ইউনিয়নের আবুতালিপুর গ্রামের সেলিম খানের আড়াই বছরের শিশুপুত্র শাহরিয়ার খান পরিবারের লোকজনের অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। বাড়ি লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে আশঙ্কাজনক অবস্থায় শিশু শাহরিয়ারকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জয়চন্ডী ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য বিমল দাস মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।


জেএইচ/আরআর-১৪