বড়লেখা প্রতিনিধি
জুন ২৫, ২০২১
০১:১৮ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৫, ২০২১
০১:১৮ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় শাহীন আহমদ (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে উপজেলার আরেঙ্গাবাদ গ্রামের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শাহীন দীর্ঘদিন ধরে উপজেলার আরেঙ্গাবাদ গ্রামের একটি বাসায় ভাড়াটে হিসেবে স্ত্রীকে নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। তিনি একটি সেলুনে কারিগর হিসেবে কাজ করতেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, শুনেছি স্ত্রীর সঙ্গে শাহীনের ঝগড়া হয়েছিল। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তিনি গলায ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এজে/আরআর-০৭