মৌলভীবাজারে সংক্রমণের হার ৪২ শতাংশ, রবিবার জরুরি সভা

নিজস্ব প্রতিবেদক


জুন ২৫, ২০২১
১২:২৫ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৫, ২০২১
১২:২৫ পূর্বাহ্ন



মৌলভীবাজারে সংক্রমণের হার ৪২ শতাংশ, রবিবার জরুরি সভা

মৌলভীবাজারে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪২ শতাংশ। বৃহস্পতিবার (২৪ জুন) নমুনা পরীক্ষায় এই প্রতিবেদন আসে।

সংক্রমণের এই উর্দ্ধগতিতে নড়ে চড়ে বসেছে জেলার স্বাস্থ্য বিভাগ। এই পরিস্থিতিতে আগামী রবিবার জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। 

জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, বৃহস্পতিবার জেলার ৯৩টি নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪২ শতাংশ। 

এ অবস্থায় আগামী রবিবার জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভা ডাকা হয়েছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।

আরসি-০১