সিলেট মিরর ডেস্ক
জুন ২৫, ২০২১
০৭:৩৪ অপরাহ্ন
আপডেট : জুন ২৫, ২০২১
০৭:৩৫ অপরাহ্ন
করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ভারতে ফের বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। তবে আগের দিনের তুলনায় কমেছে সংক্রমণ। অবশ্য সুস্থতার হার বাড়ায় ভারতে সক্রিয় রোগী নেমে এসেছে প্রায় ৬ লাখে। গত তিন মাসের মধ্যে যা সর্বনিম্ন।
শুক্রবার (২৫ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫১ হাজার ৬৬৭ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় আড়াই হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১ লাখ ৩৪ হাজার ৪৪৫ জনে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩২৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে ৮ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯৩ হাজার ৩১০ জন।
এদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে আসার পাশাপাশি ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় ৬ লাখে।
গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ১৫ হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৬ লাখ ১২ হাজার ৮৬৮ জন।
এদিকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, জুনের ২৪ তারিখ পর্যন্ত ভারতে ৩৯ কোটি ৯৫ লাখ ৬৮ হাজার ৪৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ লাখ ৩৫ হাজার ৭৮১ জনের।
অন্যদিকে ভারতে এখন আতঙ্কের নাম করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। দেশটির মহারাষ্ট্রের পর মধ্যপ্রদেশেও বাড়ছে করোনা ভাইরাসের অতি উন্নত এবং সর্বশেষ ভ্যারিয়েন্টের দাপট। যা কি না করোনার তৃতীয় ধাক্কার কারণ হতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মধ্যপ্রদেশে করোনার নতুন এই ধরনের আক্রান্ত হয়েছেন আরও ৭ জন রোগী। মৃত্যু হয়েছে দু’জনের। মহারাষ্ট্রেও নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যা উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের।
বি এন-০১