শ্রীমঙ্গল প্রতিনিধি
জুন ২৬, ২০২১
০৬:০৩ অপরাহ্ন
আপডেট : জুন ২৬, ২০২১
০৬:০৩ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম মিজাজ মিয়া (৫০)। তিনি শহরের সোনামিয়া রোডে পাহারাদারের কাজ করতেন।তার গ্রামের বাড়ি হবিগঞ্জ সদরের জয়নগর পাড়া।
শনিবার ( ২৬ জুন ) সকাল ৮ টার দিকে শ্রীমঙ্গল শহরের মিশন রোডে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এস আই দুর্জয় সরকার শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
নিহতের স্ত্রী মাজেদা বেগম বলেন, আমি বোনের বাসায় ছিলাম। সেখান থেকে খবর পেয়ে বাসায় এসে দেখি ফ্যানের রডের সাথে আমার স্বামী ঝুলে আছেন।
তিনি জানান, তার ধারণা তার স্বামী নিজে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন।
তাঁর স্ত্রী বলেন, ‘তার স্বামী খুব রাগ করতেন, কারো কথা শুনতেন না। জেদ করেই গলায় ফাঁস দিতে পারেন।’ নিহত ব্যাক্তি প্রায় ৪ বছর ধরে মিশন রোডে ভাড়া থাকতেন।
শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ুন কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যাক্তির লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরে ঘটনা জানা যাবে। এ মৃত্যুর বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জি কে/বি এন-০৩