মৌলভীবাজারে করোনায় আরও একজনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি


জুন ২৭, ২০২১
০৬:৩৯ অপরাহ্ন


আপডেট : জুন ২৭, ২০২১
০৬:৩৯ অপরাহ্ন



মৌলভীবাজারে করোনায় আরও একজনের মৃত্যু

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ফলে জেলায় করোনায় প্রাণহানি বেড়ে ৩৫ জনে দাঁড়াল। 

রবিবার (২৭ জুন) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদন অনুসারে, শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের কোনো নমুনা পরীক্ষা হয়নি। তবে অ্যান্টিজেন টেস্টে ৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। 

শনাক্তদের মধ্যে আছেন জুড়ীর ৩ জন, কমলগঞ্জের ২ জন, কুলাউড়ার ১ জন এবং রাজনগরের ১ জন। ফলে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৮৭৮ জনে। 

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি ছিলেন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৩৫ জন মারা গেছেন। তাদের মধ্যে আছেন রাজনগরের ৩ জন, কুলাউড়ার ১ জন, বড়লেখার ১ জন, কমলগঞ্জের ২ জন, শ্রীমঙ্গলের ৬ জন, জুড়ীর ২ এবং সদর হাসপাতালের ২০ জন। জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৭৯ জনে। 

এসএইচ/আরআর-০১