বড়লেখায় খাদ্য ও সুরক্ষাসামগ্রী পেল ১৫০ পরিবার

বড়লেখা প্রতিনিধি


জুন ২৭, ২০২১
০৭:০১ অপরাহ্ন


আপডেট : জুন ২৭, ২০২১
০৭:০১ অপরাহ্ন



বড়লেখায় খাদ্য ও সুরক্ষাসামগ্রী পেল ১৫০ পরিবার

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজারে ১৫০টি পরিবারের মাঝে খাদ্য ও সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। পূবালী ব্যাংক লিমিটেডের আর্থিক সহায়তায় ও পদক্ষেপের দাসেরবাজার ব্রাঞ্চের আয়োজনে এগুলো বিতরণ করা হয়।

প্রত্যেক পরিবারকে ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২টি সাবান ও ১০টি মাস্ক দেওয়া হয়েছে। 

রবিবার (২৭ জুন) দুপুরে বড়লেখা দাসেরবাজার উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে পদক্ষেপের আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

পদক্ষেপের দাসেরবাজার ব্রাঞ্চের ব্যবস্থাপক মো. আলতাফ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক লিমিটেড বড়লেখা শাখার ব্যবস্থাপক সারওয়ার আহমদ, দাসেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মছব্বির আলী ও সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্তী, দাসেরবাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস, পদক্ষেপের এরিয়া ব্যবস্থাপক মজিবুল হক, সিনিয়র সাংবাদিক আব্দুর রব প্রমুখ।


এজে/আরআর-০৩