কমলগঞ্জে করোনারোধে অভিযান, ১২টি মামলা ও জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি


জুন ২৮, ২০২১
০৬:২৭ অপরাহ্ন


আপডেট : জুন ২৮, ২০২১
০৬:২৭ অপরাহ্ন



কমলগঞ্জে করোনারোধে অভিযান, ১২টি মামলা ও জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা প্রতিরোধে অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৮ জুন) সকাল থেকে উপজেলার চৌমুহনা, ভানুগাছ বাজার, শমশেরনগরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চলে। পৃথক অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী।

পরে শমশেরনগর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট নাসরিন চৌধুরী স্বাস্থ্যবিধি না মানায় ১২টি মামলায় ২ হাজার ৮০০ টাকা জরিমানা করেন এবং মহামারী করোনার সংক্রমণ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, যে হারে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে মানুষ সচেতন না হলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সরকার কর্তৃক করোনা প্রতিরোধে নির্দেশনাগুলো বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


এসডি/আরআর-০৫