মৌলভীবাজার প্রেসক্লাবে কম্পিউটার ও আসবাবপত্র দিলেন এমপি নেছার

মৌলভীবাজার প্রতিনিধি


জুন ২৯, ২০২১
০৮:১৩ অপরাহ্ন


আপডেট : জুন ২৯, ২০২১
০৮:১৩ অপরাহ্ন



মৌলভীবাজার প্রেসক্লাবে কম্পিউটার ও আসবাবপত্র দিলেন এমপি নেছার

মৌলভীবাজার প্রেসক্লাবকে কম্পিউটার ও আসবাবপত্র প্রদান করেছেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করা হয়। মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি নেছার আহমদ।

এসময় তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আমি সবসময় সাংবাদিকদের উন্নয়নে কাজ করার জন্য চেষ্টা করি। আমরা চাই সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করুক।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি গণমাধ্যমবান্ধব সরকার প্রধান। তিনি যতটা গণমাধ্যমবান্ধব ততটা আর কেউ নন।

সাংবাদিকদের অনুরোধ করে তিনি বলেন, আপনাদের কাছে অনুরোধ সরকারের উন্নয়ন কর্মকান্ড বেশি বেশি করে প্রচার করুন। আমরা চেষ্টা করি কিছু কিছু কাজ করার জন্য। কিছু কিছু গণমাধ্যমে সেগুলো আসে। বাকিদের কাছেও অনুরোধ আপনারা গুরুত্ব দিয়ে প্রচার করবেন।

মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক সরোয়ার আহমদ, বাসস প্রতিনিধি সাদিক আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, সাবেক সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, সালেহ এলাহী কুটি।

এস এইচ/বি এন-০৮