শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্থদণ্ড

শ্রীমঙ্গল প্রতিনিধি


জুন ৩০, ২০২১
১২:১২ পূর্বাহ্ন


আপডেট : জুন ৩০, ২০২১
১২:১২ পূর্বাহ্ন



শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্থদণ্ড

সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি ও নিষেধাজ্ঞা প্রতিপালন নিশ্চিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালৎ পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে পৃথক ২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক পরিধান না করার দায়ে এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলের দায়ে ২৪টি মামলায় ১২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ১৬টি মামলায় ১১ হাজার ৮০০ টাকা এবং শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন ৮টি মামলায় ৮০০ টাকা জরিমানা করেন।

এ সময় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবিরসহ পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।


জিকে/আরআর-১৩