রাজনগর প্রতিনিধি
জুলাই ০১, ২০২১
১১:৪৫ অপরাহ্ন
আপডেট : জুলাই ০১, ২০২১
১১:৪৫ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় কঠোর লকডাউনের প্রথম দিনে বাজারগুলোতে কিছু কিছু দোকানপাঠ খোলা ও মানুষের উপস্থিতি বিদ্যমান ছিল। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়েছিল পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি।
লকডাউন বাস্তবায়ন করতে ও সরকারি আদেশ অনুযায়ী করোনা সংক্রমণ মোকাবিলায় মানুষের চলাচলসহ অন্যান্য বিষয়ে কঠোর বিধিনিষেধ নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা পাল এবং সহকারী কমিশনার (ভূমি) উর্মি রায় উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫টি মামলার বিপরীতে ৫২০০ টাকা জরিমানা আদায় করেছেন।
সরেজমিনে উপজেলার কয়েকটি বাজার পরিদর্শন করে দেখা যায়, ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে চলে যাওয়ার পর বাজারে পূর্বের ন্যায় লাগামহীনভাবে লোকজন চলাফেরা করছেন, দোকানপাট খুলে বেচাকেনা চলছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, উপজেলার মুন্সিবাজার, বাধবাজার, কলেজ পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ অবস্থান নিয়েছে। মানুষকে সচেতন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর যারা দোকানপাট খোলা রাখছেন তাদের বিরুদ্ধে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব।
রাজনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল বলেন, কঠোর লকডাউন বাস্তবায়ন করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা মানুষকে বোঝানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এফএইচ/আরআর-০৩