জুড়িতে ডাকাতির চেষ্টা, থানায় অভিযোগ

জুড়ি প্রতিনিধি


জুলাই ০২, ২০২১
১২:০৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০২, ২০২১
১২:০৫ পূর্বাহ্ন



জুড়িতে ডাকাতির চেষ্টা, থানায় অভিযোগ

মৌলভীবাজারের জুড়িতে যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ আব্দুল মুক্তাদির ও মোহাম্মদ জামিল আহমদ এবং যুক্তরাজ্য প্রবাসী সুলতান আহমদের ভাই আব্দুল মুকিতের বসতবাড়িতে ডাকাতির চেষ্টা চালিয়েছে একটি চক্র। এ ব্যাপারে বুধবার (৩০ জুন) রাতে জুড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার (২৯ জুন) মধ্যরাতে উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের মৃত মনির আলীর ছেলে আব্দুল মুকিতের বসতঘরের দরজা ও জানালায় ধাক্কাধাক্কি করে দরজা ভাঙার চেষ্টা করে একটি চক্র। আওয়াজ শুনে আব্দুল মুকিত ও তার পরিবারের সদস্যরা ঘুম থেকে জেগে 'কে, কে' বলে চিৎকার দেন ও আশপাশের লোকজনকে ফোন করেন। লোকজন আসার বিষয়টি টের পেয়ে ওই চক্রটি দ্রুত পালিয়ে যায়। আব্দুল মুকিত বাদী হয়ে জুড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

এ ব্যাপারে জানতে চাইলে বাদী আব্দুল মুকিত বলেন, আমি দরজার শব্দে ঘুম থেকে জাগি ও জানতে চাই কে। কিন্তু কোনো উত্তর না পেয়ে আতঙ্কিত হই। পরে স্থানীয় কয়েকজনকে মোবাইল ফোনে বিষয়টি জানাই। স্থানীয় লোকজন আসার ব্যাপারটি টের পেয়ে তারা পালিয়ে যায়। আমার সন্দেহ তারা ঘরে ডাকাতি করতে এসেছিল।

জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।


এইচআর/আরআর-০৬