‘মৌলভীবাজারে শনাক্তের হার শতভাগ তথ্যটি সঠিক নয়’

নিজস্ব প্রতিবেদক


জুলাই ০৪, ২০২১
০৯:২৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৪, ২০২১
০৯:৩০ অপরাহ্ন



‘মৌলভীবাজারে শনাক্তের হার শতভাগ তথ্যটি সঠিক নয়’

মৌলভীবাজার জেলায় করোনা শনাক্তের হার শতভাগ বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ।

তিনি সিলেট মিররকে বলেন, ‘গতকাল আমরা অ্যান্টিজেন পরীক্ষা করি ৪৪ টি। এর মধ্যে ২১টি পজিটিভ আসে। আর নেগেটিভ আসা বাকিগুলো আমরা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠাই। তবে শনিবার শাবির ল্যাবে পরীক্ষা বন্ধ থাকায় তা পরীক্ষা হয়নি। ফলে অ্যান্টিজেনের ২১টি পরীক্ষার রিপোর্ট আজ রবিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ে পাঠাই।’

তিনি আরও বলেন, ‘এতে করে ২১ টেস্টে ২১টি পজেটিভ তথ্যটি ছড়ায়।’

এদিকে আজ বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায় মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘন্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) ৪৪টি নমুনা পরীক্ষায় ২১ জন করোনা ভাইরাস শনাক্ত হয়। অর্থাৎ শনাক্তের ৪৭ দশমিক ৭২ শতাংশ।

এনএইচ/বিএ-০২