মৌলভীবাজারে টিসিবির পণ্য কিনতে দীর্ঘ লাইন

মৌলভীবাজার প্রতিনিধি


জুলাই ০৬, ২০২১
১১:৫৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৬, ২০২১
১১:৫৪ অপরাহ্ন



মৌলভীবাজারে টিসিবির পণ্য কিনতে দীর্ঘ লাইন

চলমান কঠোর লকডাউন এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের মতো মৌলভীবাজারে ট্রাক সেল চালু করছে টিসিবি। কম মূল্যে টিসিবির পণ্য কিনতে দেখা গেছে মানুষের দীর্ঘ লাইন।

মঙ্গলবার (৬ জুলাই) মৌলভীবাজারে টিসিবির ৩টি ট্রাক সেলের গাড়ি বের হয়েছে। শহরের শ্রীমঙ্গল সড়ক, কোর্ট রোড ও সরকার বাজার এলাকায় টিসিবির পণ্য বিক্রি হয়েছে। বিক্রি শুরু হওয়ার আগে থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। 

লকডাউনে কম দামে পণ্য কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন ক্রেতারা। এসব ট্রাকে কেজিপ্রতি ৫৫ টাকা দরে চিনি ও ডাল এবং লিটারপ্রতি ১০০ টাকা দরে সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে।

একজন ২ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ২ থেকে ৪ লিটার তেল ক্রয় করতে পারছেন। কম দামে করোনা পরিস্থিতিতে এসব পণ্য কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষ। টিসিবির এই পণ্য বিক্রিতে প্রতিদিন ৭ থেকে ৮শ মানুষ কম দামে পণ্য কেনার সুযোগ পাচ্ছেন।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান জানান, প্রতিদিন টিসিবির প্রতিটি ট্রাকে ৫০০ কেজি চিনি, ৫০০ কেজি মসুর ডাল এবং ১ হাজার লিটার সয়াবিন তেল বরাদ্দ দেওয়া হচ্ছে। টিসিবির এ কার্যক্রম চলবে ঈদুল আজহা পর্যন্ত।


এসএইচ/আরআর-০৮