মৌলভীবাজার প্রতিনিধি
জুলাই ০৭, ২০২১
০৩:০৩ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৭, ২০২১
০৩:০৩ পূর্বাহ্ন
মৌলভীবাজার সদর ও কুলাউড়া উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টার মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) সকালে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. শফিকুর রহমান। তিনি সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বিরাইমাবাদ এলাকার বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩০ জুন তিনি অসুস্থ হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার তিনি মারা যান।
এছাড়া সোমবার (৫ জুলাই) সন্ধ্যা ৬টায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুলাউড়া উপজেলার সালেহা বেগমের মৃত্যু হয়েছে। তিনি কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ের নাচনি গ্রামের আব্দুল লতিফের স্ত্রী। সালেহা বেগমের করোনার উপসর্গ ছিল। তিনি সিলেটের সোবহানীঘাটে কমিউনিটি বেইজ হাসপাতালে গত শনিবার (৩ জুলাই) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরদিন রবিবার (৪ জুলাই) পাওয়া ফলাফলে তিনি করোনা পজিটিভ হন। পরে সোমবার সন্ধ্যা ৬টায় মারা যান তিনি।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে ১০৮টি নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৫২ শতাংশ। গতকাল এই শনাক্তের হার ছিল ৪৭ শতাংশ। সেই তুলনায় আজ শনাক্তের হার বেড়েছে।
তিনি জানান, জেলায় এ পর্যন্ত মোট ৩ হাজার ২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮ জন। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৭৫০ জন। নতুন আক্রান্ত ৫৬ জনের মধ্যে রাজনগরের ৭ জন, কুলাউড়ার ১ জন, কমলগঞ্জের ২ জন, শ্রীমঙ্গলের ১ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ৪৫ জন আছেন।
এসএইচ/আরআর-১৫