কমলগঞ্জে শত্রুতার জেরে গাছের চারা কেটে সাবাড়

কমলগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৮, ২০২১
১২:৩৩ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৮, ২০২১
০৩:৪১ পূর্বাহ্ন



কমলগঞ্জে শত্রুতার জেরে গাছের চারা কেটে সাবাড়

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার নছরতপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের শ্মশান সংলগ্ন মালিকানাধীন জায়গায় রোপণকৃত শতাধিক গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, কমলগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নছরতপুর গ্রামের মৃত অকিল মালাকারের পরিবারের সঙ্গে দীর্ঘদিন যাবত স্থানীয় একটি মহলের বিরোধ চলছে। এই শ্মশানঘাট দিয়ে ওই মহলটি একটি রাস্তা করতে চায় এবং বিভিন্ন সময়ে শ্মশানের বেড়া উপড়ে ফেলে। 

মঙ্গলবার (৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে কে বা কারা শ্মশান সংলগ্ন জায়গার পাশে নছরতপুর গ্রামের ইন্দ্রজিত মালাকারের মালিকাধীন জায়গায় রোপিত শতাধিক বনজ গাছের চারা কেটে ফেলে। এতে ২০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে।

খবর পেয়ে বুধবার দুপুরে কমলগঞ্জ পৌরসভার ৩ নবর ওয়ার্ডের কাউন্সিলর আনসার শোকরানা মান্না সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ইন্দ্রজিত মালাকার বাদী হয়ে বুধবার দুপুরে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, লিখিত অভিযোগ পেলে সরেজমিনে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এসডি/আরআর-১২