কমলগঞ্জে ১৪টি মামলা, জরিমানা আদায়

কমলগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৮, ২০২১
১২:৪৯ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৮, ২০২১
১২:৪৯ পূর্বাহ্ন



কমলগঞ্জে ১৪টি মামলা, জরিমানা আদায়

কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ব্যবসায়ীসহ যানবাহনের চালকদের বিরুদ্ধে ১৪টি মামলায় ৩ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কঠোর লকডাউনের সপ্তম দিনে বিধিনিষেধ অমান্য করায় সকাল থেকে বিকেল পর্যন্ত ১৪টি মামলা দেওয়া হয়েছে। এ সময় মোট ৩ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী উপজেলার ভানুগাছ বাজার, শমশেরনগর, শহীদনগর বাজারসহ বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি লকডাউনে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।


এসডি/আরআর-১৪