রাজনগরে করোনায় উপজেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু

রাজনগর প্রতিনিধি


জুলাই ০৮, ২০২১
০৮:২৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৮, ২০২১
০৮:২৩ অপরাহ্ন



রাজনগরে করোনায় উপজেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় উপজেলার নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা (৪৭) মৃত্যু বরণ করেছেন। তিনি করোনা পজেটিভ ছিলেন। 

বুধবার (৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে রাজধানীর সিটি হাসপাতালে করোনা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে করোনার বিভিন্ন উপসর্গ থাকায় ঐ কর্মকর্তা রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। জুনের ২৭ তারিখ তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। অবস্থার আরো অবনতি হলে কয়েকদিন আগে রাজধানীর সিটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়।

বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার স্বামীও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। উনার স্বামী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, করোনা আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে আলিফ লায়লাকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। কয়েকদিন আগে তাকে লাইফ সাপোর্টে রাখা হলে বুধবার রাতে উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা জানতে পারি তার মৃত্যু বরণ করেছেন।

এস এফ/বি এন-০৮