কমলগঞ্জ প্রতিনিধি
জুলাই ০৮, ২০২১
১১:৫০ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৮, ২০২১
১১:৫০ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জের পৌর এলাকায় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত অসহায়, হতদরিদ্র, কর্মহীন দিনমজুরসহ নিম্ন আয়ের আড়াই শতাধিক পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা ১টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী (১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ লিটার তেল, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ) বিতরণ করা হয়।
কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ ও আব্দুল মালিক বাবুলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, পৌর কাউন্সিলর মো. ছাদ আলী, সৈয়দ জামাল হোসেন প্রমুখ।
এদিকে, বিকেল ৩টায় কমলগঞ্জের মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের আয়োজনে মুন্সিবাজার জেনুইন কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি প্রাঙ্গণে ও সাড়ে ৩টায় রহিমপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত অসহায়, হতদরিদ্র, কর্মহীন দিনমজুর, শ্রমজীবীসহ নিম্ন আয়ের লোকদের মধ্যে জিআর এর চাল ও নগদ অর্থ বিতরণ করেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মোতালিব তরফদার, রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাশ প্রমুখ।
এসডি/আরআর-০৯