রাজনগর প্রতিনিধি
জুলাই ১১, ২০২১
১২:২৭ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১১, ২০২১
১২:২৭ পূর্বাহ্ন
মৌলভীবাজারের রাজনগরের ৮টি ইউনিয়নে করোনাকালীন লকডাউনে ক্ষতিগ্রস্ত কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ২ হাজার ১০০ পরিবার খাদ্য সহায়তা পাবে।
শনিবার (১০ জুলাই) রাজনগর সদর ইউনিয়ন ও টেংরা ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খাঁন, সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক, টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খাঁনসহ ইউপি সদস্যরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল বলেন, উদ্বোধন অনুষ্ঠানসহ এ পর্যন্ত ৩টি ইউনিয়নে খাদ্য বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সব ইউনিয়নে বিতরণের মাধ্যমে ২ হাজার ১০০টি পরিবারকে এই সহায়তা প্রদান করা হবে।
এফএইচ/আরআর-০৮