জুড়ীতে রিপোর্টার্স ইউনিটির মাস্ক ও খাদ্যসামগ্রী বিতরণ

জুড়ী প্রতিনিধি


জুলাই ১১, ২০২১
০১:১৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১১, ২০২১
০১:১৬ পূর্বাহ্ন



জুড়ীতে রিপোর্টার্স ইউনিটির মাস্ক ও খাদ্যসামগ্রী বিতরণ

মৌলভীবাজার জেলার জুড়ীতে জুড়ী রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মাস্ক ও অসহায় হতদরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ জুলাই) উপজেলার চৌমুহনীতে জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল খানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা।

এছাড়া উপস্থিত ছিলেন, থানার ওসি (তদন্ত) আবুল কালাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ'র প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সহ-সভাপতি আব্দুর রহমান শাহীন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান খান, অর্থ সম্পাদক মুহিবুর রহমান ও কার্যকরী সদস্য আশরাফ আলী। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, আপনারা যারা সাংবাদিকতা করেন তারা হলেন জাতির বিবেক। জুড়ী রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে অসহায় মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আশা করছি আগামীতেও আপনারা অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাবেন।

খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, এক প্যাকেট সেমাই, ৫০০ গ্রাম চিনি ও ১ লিটার সয়াবিন তেল।


এইচআর/আরআর-১৪