কমলগঞ্জ প্রতিনিধি
জুলাই ১১, ২০২১
০১:২৭ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১১, ২০২১
০১:২৭ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (৯ জুলাই) রাত সোয়া ৯টায় স্থানীয় আজিজ টেলিকমের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান গাজীর নেতৃত্বে একদল পুলিশ ধাওয়া করে পবেন্ড শব্দকর (২১) নামের এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত পবেন্ড শব্দকর উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের ব্রজেন্ড শব্দকরের ছেলে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান গাজী জানান, এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতাকে শনিবার (১০ জুলাই) মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এসডি/আরআর-১৫