মৌলভীবাজার প্রতিনিধি
জুলাই ১২, ২০২১
১২:১৩ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১২, ২০২১
১২:১৩ পূর্বাহ্ন
করোনা মহামারীতে রোগীদের অক্সিজেন সংকট নিরসনে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ব্যক্তিগত উদ্যোগে ১৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
রবিবার (১১ জুলাই) দুপুরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ১৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।
পরিবেশমন্ত্রীর পক্ষে পৌর মেয়র ফজলুর রহমান ও সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এসব অক্সিজেন সিলিন্ডার হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিকের কাছে হস্তান্তর করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্তসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক বলেন, নতুন যুক্ত ১৫টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে মোট অক্সিজেন সিলিন্ডার হলো ২৭০টি, যা রোগীদের অক্সিজেন সংকট নিরসনে উপকারে আসবে।
এসএইচ/আরআর-০৪