কোরবানির পশু বিক্রিতে মৌলভীবাজারে 'স্মার্ট হাট' চালু

মৌলভীবাজার প্রতিনিধি


জুলাই ১৩, ২০২১
১০:২৫ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৩, ২০২১
১০:২৫ অপরাহ্ন



কোরবানির পশু বিক্রিতে মৌলভীবাজারে 'স্মার্ট হাট' চালু

কোরবানির পশু বিক্রির জন্য জেলা প্রশাসন ও ইএসডিপি’র আয়োজনে মৌলভীবাজারে চালু হয়েছে অনলাইনভিত্তিক ‘স্মার্ট হাট’। এ বছর সংযোজন হয়েছে ই-কমার্স ওয়েবসাইট। রয়েছে ফেসবুক পেজও। 

মঙ্গলবার (১৩ জুলাই) বেলা ২টার দিকে জুম ওয়েবিনারে ওয়েবসাইটভিত্তিক এ স্মার্ট হাটের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার খলিলুর রহমান। 

ভার্চুয়াল ওয়েবিনারটি সঞ্চালনা করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদি হাসান। বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মেয়র ফজলুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ। 

এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, খামারি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্মার্ট হাট বিষয়ে তথ্য উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ অধিদফতরের প্রোগ্রামার আবু কাওছার।

জেলা প্রশাসন ছাড়াও ‘স্মার্ট হাট’ পরিচালনায় যুক্ত রয়েছে ইএসডিপি এবং জেলা প্রাণিসম্পদ অফিস। স্মার্ট হাটের ওয়েবসাইট ঠিকানা হলো- www.smarthaat.org।

এ পর্যন্ত স্মার্ট হাটে ৫০ জন ক্রেতা রেজিস্ট্রেশন করেছেন। এটা ই-কমার্স নীতিমালা অনুযায়ী ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ পশু ক্রেতার কাছে হস্তান্তরের সময় টাকা পরিশোধ করা হবে। ওয়েবসাইট ও ফেসবুক পেজে খামারিদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, গরুর ভিডিও, স্থির ছবি, গরুর দাঁতের সংখ্যা, ওজন, মূল্যসহ বিস্তারিত অন্তর্ভুক্ত করা হয়েছে।


এসএইচ/আরআর-০৭