কমলগঞ্জে নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

কমলগঞ্জ প্রতিনিধি


জুলাই ১৪, ২০২১
১২:২১ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৪, ২০২১
১২:২১ পূর্বাহ্ন



কমলগঞ্জে নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

মৌলভীবাজারের কমলগঞ্জে বিশিষ্ট শিল্পপতি, দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে যুগান্তরের কমলগঞ্জ প্রতিনিধির কার্যালয়ে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে স্বাগত বক্তব্য দেন যুগান্তরের কমলগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজা। দোয়া ও মিলাদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাব্বির হোসেন।

স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূইয়া, দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি সুব্রত দেবরায়, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি নুরুল মোহাইমিন মিল্টন, ভোরের ডাকের প্রতিনিধি জয়নাল আবেদীন, দৈনিক বিজনেস বাংলাদেশের প্রতিনিধি আসহাবুজ্জামান শাওন, দৈনিক আজকালের খবর ও সিলেট ভয়েসের প্রতিনিধি আহমেদুজ্জামান আলম, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি সাদিকুর রহমান সামু, দৈনিক দিনকালের প্রতিনিধি আহাদ মিয়া, দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয়, দৈনিক সরেজমিন বার্তার প্রতিনিধি শাহাব উদ্দিন সিহাব, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি আশরাফ সিদ্দিকি পারভেজ, দৈনিক বর্তমান খবরের প্রতিনিধি রাকেল আনসারিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও বিশিষ্টজনরা।


এসডি/আরআর-১৬