এ.জে লাভলু, বড়লেখা
জুলাই ১৭, ২০২১
১২:১১ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৭, ২০২১
১২:১১ পূর্বাহ্ন
পিচঢালা সড়ক। দুইপাশে গাছের সারি। এই সড়কের দুইপাশে গজিয়ে ওঠা ঝোপ-ঝাড়গুলো কয়েকজন যুবক মিলে দা দিয়ে কেটে পরিষ্কার করছিলেন। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে গ্রামতলা এলাকায় এ দৃশ্য দেখা গেছে।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রামতলা নাইট রাইডার্স ক্রিকেট ক্লাবের সদস্যরা মৌলভীবাজারের বড়লেখা-শাহবাজপুর এলজিইডি সড়কের গ্রামতলা জাগিয়ারপুল থেকে গ্রামতলা জামে মসজিদ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকা স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা-শাহবাজপুর এলজিইডি সড়ক দিয়ে প্রতিদিন ৩টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ বড়লেখা শহরে আসা-যাওয়া করেন। পাশাপাশি শত শত যানবাহনও চলাচল করে। এই সড়কের দুইপাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো রয়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়কের দুইপাশে ঝোপ-ঝাড় জন্মেছে। দীর্ঘদিন ঝোপ-ঝাড়গুলো পরিষ্কার করা হয়নি। ফলে সড়কের দুইপাশ কিছুটা সঙ্কুচিত হয়ে পড়ে। যার কারণে এই সড়কে বড় যানবাহন চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হতো চালকদের। পাশাপাশি পথচারীরাও পড়তেন বিপাকে। এ কারণে মাঝে-মধ্যে দুর্ঘটনাও ঘটত।
সম্প্রতি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রামতলা নাইট রাইডার্স ক্রিকেট ক্লাবের সদস্যরা সড়কের দুইপাশের ঝোপ-ঝাড় পরিষ্কারের উদ্যোগ নেন। এ উদ্যোগ বাস্তবায়নে শুক্রবার দুপুরে তারা সড়কের দুইপাশের ঝোপ-ঝাড় পরিষ্কার কার্যক্রম শুরু করেন।
এ কাজে অংশ নেন গ্রামতলা নাইট রাইডার্স ক্রিকেট ক্লাবের উপদেষ্টা স্পেন প্রবাসী কয়েছুর রহমান, সদস্য ফ্রান্স প্রবাসী আহমেদ জালাল, ক্লাবের সাবেক সভাপতি দুলাল আহমদ, কাতার প্রবাসী আতিকুর রহমান, ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম আনু, সাধারণ সম্পাদক আহমেদ নোমান, সদস্য আবু তাহের সজিব, সামছুল ইসলাম, সামাদ আহমদ, মিজানুর রহমান, সুমন আহমদ, কামরুল ইসলাম, শিপু আহমদ, মাছুম আহমদ, শাহিন আহমদ, হালিম উদ্দিন, মঈন উদ্দিন প্রমুখ।
গ্রামতলা নাইট রাইডার্স ক্রিকেট ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম আনু ও সাধারণ সম্পাদক আহমেদ নোমান বলেন, বড়লেখা-শাহবাজপুর সড়কটি জনগুরুত্বপূর্ণ। প্রতিদিনি ৩টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ বড়লেখা শহরে আসা-যাওয়া করেন। সড়কটির দুইপাশে দীর্ঘদিন ধরে ঝোপ-ঝাড় জন্মেছে। সেগুলো কেউ পরিষ্কার করেনি। যার কারণে বড় দুটি গাড়ি এক সঙ্গে চলতে গেলে সমস্যায় পড়তে হয়। এছাড়া গাড়ি এলে সড়কের কিছু এলাকায় দাঁড়ানোর মতোও জায়গা ছিল না। এসব কারণে মাঝে-মধ্যে দুর্ঘটনা ঘটে। এসব কথা ভেবে আমাদের ক্লাবের সদস্যদের নিয়ে সড়কটির দুইপাশ পরিষ্কার করেছি। আজ ১ কিলোমিটার জায়গা পরিষ্কার করেছি। ধারাবাহিকভাবে পুরো সড়কটি পরিষ্কারের পরিকল্পনা রয়েছে।
দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল আহমদ বলেন, গ্রামতলা নাইট রাইডার্স ক্রিকেট ক্লাবের সদস্যরা খেলাধুলার পাশাপাশি এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করছে। আজ তারা বড়লেখা-শাহবাজপুর সড়কের ১ কিলোমিটার এলাকা পরিষ্কার করেছে। তাদের কাজগুলো প্রশংসনীয়।
এজে/আরআর-০৫