জুড়ীতে ঈদের জামাত হবে ষোলপনি ঈদগাহে

জুড়ী প্রতিনিধি


জুলাই ১৭, ২০২১
০৯:৫৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৭, ২০২১
১০:০০ অপরাহ্ন



জুড়ীতে ঈদের জামাত হবে ষোলপনি ঈদগাহে

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে নয়াবাজার ষোলপনি ঈদগাহে। ষোলপনি ঈদগাহের পরিচালনা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শনিবার (১৭ জুলাই) নয়াবাজার ষোলপনি ঈদগাহের পরিচালনা কমিটির এক জরুরি সভা নয়াবাজার মাদরাসায় অনুষ্ঠিত হয়। এতে সকলের সম্মতিক্রমে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিদ্ধান্তগুলো হলো- পবিত্র ঈদুল আজহার নামাজ নয়াবাজার ষোলপনি ঈদগাহে অনুষ্ঠিত হবে, প্রত্যেকে মাস্ক পরে ঈদের নামাজে আসতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করতে হবে, শিশু, বয়স্ক এবং অসুস্থ হলে ঈদগাহে না আসার জন্য অনুরোধ করা হলো, মুসল্লিগণ নিজ নিজ জায়মানাজ সঙ্গে আনতে হবে, প্রয়োজন মনে করলে নিজ নিজ মসজিদে ঈদের নামাজ আদায় করতে পারবেন, বাজারে কোনো মেলা বসতে পারবে না, কোনো অবস্থাতেই শিশুদের বাজারে আনা যাবে না।

উপরোক্ত সিদ্বান্তগুলো বাস্তবায়নে ষোলপনির আওতাধীন মুসল্লিগণের সহযোগিতা কামনা করেছে ষোলপনি ঈদগাহ পরিচালনা কমিটি।


এইচআর/আরআর-০৩