বড়লেখা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিলেন পরিবেশমন্ত্রী

বড়লেখা প্রতিনিধি


জুলাই ১৮, ২০২১
১২:২১ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৮, ২০২১
১২:২১ পূর্বাহ্ন



বড়লেখা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিলেন পরিবেশমন্ত্রী

করোনা মহামারিতে রোগীদের অক্সিজেন সংকট নিরসনে মৌলভীবাজার জেলার বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তিগত উদ্যোগে ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

শনিবার (১৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স দুটিতে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়।

মন্ত্রীর পক্ষে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাসের কাছে ৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূসরাত লায়লা নীরা, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন যুক্ত ৫টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে অক্সিজেন সিলিন্ডার হলো মোট ২৬টি।


এজে/আরআর-১২