শ্রীমঙ্গলে খাদ্য সহায়তা দিল উপজেলা প্রশাসন

শ্রীমঙ্গল প্রতিনিধি


জুলাই ১৮, ২০২১
০৮:৩২ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৮, ২০২১
০৮:৩২ অপরাহ্ন



শ্রীমঙ্গলে খাদ্য সহায়তা দিল উপজেলা প্রশাসন

করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণি-পেশার দুস্থ ও কর্মহীন পরিবারকে বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। রবিবার (১৮ জুলাই) সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি সমিতির লোকজন এবং দোকান কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এসব খাদ্য সহায়তা বিতরণ করেন। এ সময় শ্রীমঙ্গলের ৩ নম্বর সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, লকডাউন পরিস্থিতিতে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। অনেক দরিদ্র পরিবার আছে যারা করোনায় সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে। সরকার তাদের ব্যাপারে সচেতন রয়েছে। এজন্য ভিজিএফ'র মতো খাদ্য সহায়তার বেশকিছু কর্মসূচি চালু করা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সুরক্ষা এলার্ট ও ৩৩৩ নম্বরের মাধ্যমে অনেক স্থানে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনাকালে দুস্থ ও কর্মহীন অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।


জিকে/আরআর-১১