শায়েস্তাগঞ্জে ঈদ উপহার দিল সুতাং জাগরণী সংসদ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


জুলাই ২০, ২০২১
০৬:৩৯ অপরাহ্ন


আপডেট : জুলাই ২০, ২০২১
০৬:৩৯ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে ঈদ উপহার দিল সুতাং জাগরণী সংসদ

সারা দেশে করোনা মহামারীর কারণে ভালো নেই নিম্ন আয়ের মানুষজন। জীবনযুদ্ধে কোনোরকমে টিকে থাকতে মানুষকে হিমশিম খেতে হচ্ছে। এর মাঝেই দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা।

এমতাবস্থায় প্রতিবারের ন্যায় এবার শায়েস্তাগঞ্জে নিম্ন আয়ের মানুষজনের পাশে দাঁড়িয়েছে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের ব্যতিক্রমধর্মী সামাজিক সংগঠন সুতাং জাগরণী সংসদ।

মঙ্গলবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় সুতাং জাগরণী সংসদের পক্ষ থেকে প্রায় অর্ধশত মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাতে ঈদের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সুতাং জাগরণী সংসদের উপদেষ্টা সৈয়দ জিয়াউর রহমান বিপ্লব, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম মজনু ও সুতাং জাগরণী সংসদের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান ডিউক।

এ বিষয়ে সুতাং জাগরণী সংসদের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান ডিউক বলেন, এই করোনা মহামারীতে যার যার অবস্থান থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো উচিত। আমরা চেষ্টা করেছি ঈদ উপলক্ষে একটি পরিবারকে একদিনের খাদ্যসামগ্রী দেওয়ার। সামান্য কিছু খাদ্যসামগ্রী পেয়েই সাধারণ মানুষের মুখে যেন প্রাণবন্ত হাসি ফুটে উঠেছে। এতেই বোঝা যায় সাধারণ মানুষ কতটা কষ্টে দিনাতিপাত করছেন।

সুতাং জাগরণী সংসদের খাদ্যসামগ্রী বিতরণে সহায়তা করেছেন, সুতাং জাগরণী সংসদের প্রতিষ্ঠাতা সদস্য ফ্রান্স প্রবাসী মো. শিহাব উদ্দিন, শায়েস্তাগঞ্জ উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-আহ্বায়ক মো. সেলিম মিয়া, সুরাবই গ্রামের বিশিষ্ট মুরব্বী মো. ফারুক মিয়া, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম মজনু, বিভোর ব্যান্ড ম্যানেজার মো. শামীম আহমেদ হেলাল, মা টেলিকমের স্বত্ত্বাধিকারী মো. নাজিম উদ্দিন সুজন, কামাল ট্রান্সপোর্টের সত্ত্বাধিকারী মো. কামাল মিয়া, মো. কপিল মিয়া প্রমুখ।

এসডি/আরআর-০৬