হবিগঞ্জ সদর হাসপাতালে নার্সকে মারধরের ঘটনায় কর্মবিরতি পালন

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৮, ২০২৫
০৫:৩৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৮, ২০২৫
০৫:৩৭ অপরাহ্ন



হবিগঞ্জ সদর হাসপাতালে নার্সকে মারধরের ঘটনায় কর্মবিরতি পালন

হবিগঞ্জ সদর হাসপাতালে নার্সকে মারধরের ঘটনায় কর্মবিরতি পালন


হবিগঞ্জ সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে নার্সকে মারধরের ঘটনায় কর্মবিরতি পালন করেছেন তার সহকর্মীরা। এ সময় জরুরি বিভাগ ছাড়া সকল ওয়ার্ডে সেবা বন্ধ করে দেন তারা। পরে হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের শাহ আলম (৩৫) নামে এক শ্বাসকষ্টের রোগীকে মঙ্গলবার ভোরে সদর হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। হাসপাতালে নিয়ে আসার পর ওয়ার্ডে রোগী মারা যায়। এ সময় রোগীর স্বজনরা চিকিৎসার অবহেলায় মৃত্যু হয়েছে দাবি করে ওয়ার্ডে কর্তব্যরত এক নার্সকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে সকালে নার্সরা কাজ রেখে ১ ঘণ্টা কর্মবিরতি পালন করেন। পরে বেলা ১২টার দিকে মারধরের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন অপারেশন বিভাগের ইনচার্জ সিনিয়র নার্স সালমা আক্তার, জরুরি বিভাগের ইনচার্জ ওয়াসিম মিয়া ও সিনিয়র নার্স মুনমুন আক্তার প্রমুখ।

নার্সদের দাবি, তাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ও দোষীদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত তারা ধাপে ধাপে কর্মসূচি পালন করবেন।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকার বলেন, হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে নার্সকে মারধরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হবে।

জিসি / ০৭