মৌলভীবাজার প্রতিনিধি
জুলাই ২৫, ২০২১
০৫:০৪ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৫, ২০২১
০৫:১১ অপরাহ্ন
মৌলভীবাজারের সদর উপজেলার বর্ষিজোড়া এলাকা থেকে নিখোঁজ হন পাবেল হোসেন (১৮)। দুইদিন পর মনু নদী থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ জুলাই) গভীর রাতে সদর উপজেলার মনুরমুখ ইউনিয়নের মনু নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
পাবেল হোসেন মৌলভীবাজারের বর্ষিজোড়া গ্রামের অকিল মিয়ার ছেলে।
পাবেল হোসেনের বন্ধু ওমর ফারুক বলেন, ‘পাবেল শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে আমার সাথে দেখা করতে তার বাড়ি থেকে বের হন। আমার বাড়ি থেকে তার বাড়ি ৫ মিনিটের রাস্তা। কিন্তু সে আমার বাড়িতে আসেনি। একটা পর্যায়ে তার পরিবারের লোকজন ও আমরা সকলে মিলে তাকে খোঁজাখুঁজি করি। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে বড় বোন নাছিমা আক্তার মডেল থানায় সাধারণ ডায়েরী করেন। তার সন্ধানে ফেসবুকে নিখোঁজ বিজ্ঞপ্তি দেই । গতকাল শনিবার (২৪ জুলাই) রাতে আমরা খবর পাই মনু নদীতে একটি লাশ পাওয়া গেছে। আমরা সেখানে গিয়ে দেখি এটা পাবেলেরই লাশ ‘
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিনুল হক বলেন, ‘শনিবার রাতে মনুরমুখ ইউনিয়নের মনু নদী থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। পবিবারের লোকজন এটা পাবেলের লাশ নিশ্চিত করেছেন। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিভাবে মারা গেছে এখনও বলা যাচ্ছে না বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ‘
এস এইচ/বি এন-০৩