বড়লেখায় লকডাউন বাস্তবায়নে প্রশাসনের অভিযান

বড়লেখা প্রতিনিধি


জুলাই ২৫, ২০২১
০৯:৪৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৫, ২০২১
০৯:৪৪ অপরাহ্ন



বড়লেখায় লকডাউন বাস্তবায়নে প্রশাসনের অভিযান

মৌলভীবাজারের বড়লেখায় কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হচ্ছে।

এদিকে শনিবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়েছে। 

এসময় বিধিনিষেধ না মানায় চালকসহ ১০ জনকে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। 

এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য স্থানীয় বাজারগুলোতে প্রচারণা চালানোর পাশাপাশি পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কঠোর লকডাউন বাস্তবায়নে শনিবার বিকেলে উপজেলার কাঠালতলী, রতুলী ও দক্ষিণভাগ বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী পর্যবেক্ষণে নামেন। 

এসময় মাস্ক না পরা, বিধিনিষেধ অমান্য করে যানবাহন চালানো ও অকারণে ঘোরাফেরার অপরাধে পথচারী, চালকসহ ১০ জনকে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এর আগে উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন এলাকায় উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির যৌথভাবে টহল দেয়। 

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী রবিবার সকালে বলেন, ‘বিধিনিষেধ বাস্তবায়নে আমরা মাঠে কাজ করছি। পাশাপাশি বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। করোনা  সংক্রমণরোধে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।’

এ.জে/বি এন-১০