শ্রীমঙ্গলে লকডাউনে আটক ৪, জরিমানা আদায়

শ্রীমঙ্গল প্রতিনিধি


জুলাই ২৬, ২০২১
০৫:৫০ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৬, ২০২১
০৫:৫০ অপরাহ্ন



শ্রীমঙ্গলে লকডাউনে আটক ৪, জরিমানা আদায়

ঈদ পরবর্তী সরকার ঘোষিত লকডাউনের ৪র্থ দিনে শ্রীমঙ্গলে ৪ জনকে আটক করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় তাদের আটক করা হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬টি মামলায় ২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) লকডাউনের ৪র্থ দিনে শ্রীমঙ্গলে মানুষের চলাচল আগের তিনদিনের তুলনায় বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও কাঁচা বাজারগুলোতে গত তিনদিনের  তুলনায় মানুষের উপস্থিতি ছিল অনেক বেশি। অলিগলিতেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ভিড় করতে দেখা গেছে মানুষকে। তবে বিধিনিষেধ মানাতে পথে পথে আগের মতোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রয়েছে।

সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের হবিগঞ্জ রোড, পুরান বাজার, গদার বাজার, স্টেশন রোড ও চৌমুহনা এলাকায় সরকারের নির্দেশনা অমান্য করে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ায় ৪ জনকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন। এ সময় সহযোগিতা করে শ্রীমঙ্গল থানার এসআই মোখলেছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।


জিকে/আরআর-০১