রাজনগরে এক রাতে ৪টি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

রাজনগর প্রতিনিধি


জুলাই ২৬, ২০২১
০৮:৩৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৬, ২০২১
০৮:৩৮ অপরাহ্ন



রাজনগরে এক রাতে ৪টি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় এক রাতে ৪টি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের রাতিবের দোকান বাজার ও সদর ইউনিয়নের রাজনগর বাজারে এ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে রাজনগর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

ব্যবসাপ্রতিষ্ঠানের শাটারের নিচ দিয়ে ফাঁকা করে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরচক্র। 

পুলিশ ও লিখিত অভিযোগ থেকে জানা যায়, রবিবার দিবাগত রাতে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের রাতিবের দোকান বাজারের ব্যবসায়ী ময়নুল ইসলামের মেসার্স বাদশা এন্টারপ্রাইজে চোরেরা প্রবেশ করে নগদ টাকা, ৫৪টি সিলিং ফ্যান, বৈদ্যুতিক তার, ৩টি মোবাইল ফোনসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে। একই বাজারের ব্যবসায়ী শেখ রাদির মালিকানাধীন জননী ভেরাইটিজ স্টোরের নগদ টাকা, সিগারেট, মোবাইল ফোনসহ ৫৮ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোরচক্র। একই রাতে উপজেলার সদর ইউনিয়নের রাজনগর বাজারের হাসপাতাল রোডের মা ফার্মেসি ও ডক্টরস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে ঢুকে ২টি সিসি ক্যামেরার ভিএআর মেশিন ও ৯ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। তবে পার্শ্ববর্তী ডলি ফার্মেসিতে চুরির চেষ্টা করলেও কিছু নিতে পারেনি তারা।

এ ঘটনায় রাতিবের দোকান বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা রাজনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। খবর পেয়ে রাজনগর থানার উপ-পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তদন্তকারী কর্মকর্তা রাজনগর থানার উপ-পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী বলেন, রাতিবের দোকানের দুইজন ব্যবসায়ী দোকানে চুরির ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করছি। ৩০-৪০ হাজার টাকার মালামাল চুরি হয়ে থাকতে পারে বলে আমাদের তদন্তে মনে হয়েছে।


এফএইচ/আরআর-১১