ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে প্রায় ১০০ অভিবাসী উদ্ধার

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০১, ২০২১
০৭:৩৫ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০১, ২০২১
০৭:৩৫ অপরাহ্ন



ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে প্রায় ১০০ অভিবাসী উদ্ধার

লিবিয়া থেকে অবৈধপথে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে প্রায় ১০০ অভিবাসীকে উদ্ধার করেছে জার্মানির এনজিও ও অলাভজনক প্রতিষ্ঠান সি ওয়াচ ইন্টারন্যাশনাল। সংস্থাটির বরাত দিয়ে রোববার (১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আহতদের মধ্যে কয়েকজন তেল বা জ্বালানির কারণে মারাত্মক দগ্ধ ছিলেন। পেট্রোল বা নৌকার তেলের সঙ্গে সমুদ্রের পানি মিশ্রণের ফলে এই ধরনের রাসায়নিক বার্ন বা দগ্ধ হওয়ার ঘটনা ঘটে থাকে।

আবহাওয়া ভালো হওয়ার কারণে সম্প্রতি লিবিয়া, তিউনিসিয়া ও অন্যান্য এলাকা থেকে ইতালিসহ ইউরোপের বিভিন্ন স্থান অভিমুখে অভিবাসীদের ভিড় বেড়েছে। অবৈধপথে ইউরোপে পৌঁছাতে ছোট ছোট নৌকায় করে অভিবাসীরা বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করে থাকে।

সি ওয়াচ ইন্টারন্যাশনাল জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে ভূমধ্যসাগরে দু’টি নৌকা থেকে ৩৩ জন অভিবাসী উদ্ধার করে তাদের সি ওয়াচ-৩ জাহাজটি। অভিবাসীবাহী ওই দু’টি নৌকা লিবিয়ার কোস্টগার্ড আটক করেছিল।

উদ্ধারকৃত এই ৩৩ জনের মধ্যে একাকী অবস্থায় ৯ জন অল্পবয়সী ছিল। তাদের মধ্যে ৩ জন খুবই ছোট শিশু। এছাড়া একজন সাত মাস্বের অন্তঃসত্ত্বা নারীও ছিলেন। রয়টার্স বলছে, উদ্ধারকৃতরা দক্ষিণ সুদান, তিউনিসিয়া, মরক্কো, আইভরি কোস্ট ও মালির নাগরিক। এছাড়া সি ওয়াচের উদ্ধারকারী জাহাজ দেখতে পেয়ে অনেকেই লিবীয় কোস্টগার্ডের জাহাজ থেকে পানিতে ঝাঁপ দেন।

এছাড়া, শুক্রবার ভোরে ভূমধ্যসাগরের লিবীয় অংশ থেকে ৬০ জনেরও বেশি অভিবাসীকে উদ্ধার করে সি ওয়াচ। তারা একটি কাঠের নৌকায় করে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করছিলেন। উদ্ধরকৃতদের মধ্যে বেশিরভাগই লিবীয় নাগরিক।

বি এন-০৬