মৌলভীবাজারে আরও ১৯০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

মৌলভীবাজার প্রতিনিধি


আগস্ট ০২, ২০২১
০৪:২০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০২, ২০২১
০৪:২০ অপরাহ্ন



মৌলভীবাজারে আরও ১৯০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। 

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১৯০ জন। এছাড়া মৃত্যুবরণ করেছেন আরও একজন। 

সোমবার (২ আগস্ট) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৪৫৬ জনের নমুনা পরীক্ষা করে ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৬৭ শতাংশ।

এই হার এর একদিন আগে ৩৬ দশমিক ১৮  শতাংশ ছিলো, সে তুলনায় একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার বেড়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ৭৪৯ জন। ২৪ ঘণ্টায় জেলায় ১৩৯ জন সুস্থ, মৃত্যুবরণ করেছেন আরও একজন। 

নতুন শনাক্ত ১৯০ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৮০ জন, জুড়ীর ৩ জন, শ্রীমঙ্গলের ৫২ জন, কমলগঞ্জের ৯ জন, বড়লেখার ৪ জন, কুলাউড়ার ৩৯ জন, রাজনগরের ৩ জন। এ নিয়ে জেলায় ৫ হাজার ৭৪৯ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।  

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১৩৯ জনের মধ্যে ২৫০ শয্যা সদর হাসপাতালের ৪৩ জন, শ্রীমঙ্গলের ৪ জন, কমলগঞ্জের ১১ জন ও কুলাউড়ার ৮১ জন। এতে জেলায় মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫১ জনে।  

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারে মৃত্যুবরণ করেছেন আরও একজন। তিনি মৌলভীভাজার ২৫০ শয্যা হাসপাতালের রোগী।

এ নিয়ে মৌলভীবাজারে মোট ৬১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৩ জন, বড়লেখায় ৩ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ১০ জন, জুড়ী ৪ এবং সদর হাসপাতালের ৩৪ জন রয়েছেন।

এস এইচ/বি এন০৫