স্বাস্থ্যবিধি মানাতে কমলগঞ্জে অভিযান, জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি


আগস্ট ০৮, ২০২১
০৮:০২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৮, ২০২১
০৮:০২ অপরাহ্ন



স্বাস্থ্যবিধি মানাতে কমলগঞ্জে অভিযান, জরিমানা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখা এবং করোনাকালীন সময়ে বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানাতে রবিবার (৮ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় শমশেরনগর ফাঁড়ির পুলিশ ফোর্সের সহযোগিতায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানকালে মূল্যতালিকা প্রদর্শন না করা, ধার্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নেওয়াসহ ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার মনিটরিংয়ের কার্যক্রম চলমান থাকবে।


এসডি/আরআর-০৭