চীনে আবারো দেখা দিয়েছে বন্যা

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০৯, ২০২১
০৮:০৫ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৯, ২০২১
০৮:২৯ অপরাহ্ন



চীনে আবারো দেখা দিয়েছে বন্যা

এক মাসেরও কম সময়ের ব্যবধানে চীনে ফের বন্যা দেখা দিয়েছে । এবার এই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ান।

সোমবার এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সিনহুয়া নিউজ জানিয়েছে, শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ ও তার প্রভাবে নদী ও জলাধারসমূহের পানি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় সিচুয়ান প্রদেশের ছয় শহরে ব্যাপক বন্যা শুরু হয়েছে।

সবচেয়ে খারাপ অবস্থায় আছে ডেজহৌ শহর। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পুরো শহর প্রায় ৬ ফুট পানির নিচে তলিয়ে গেছে।

আকস্মিক এ বন্যার ফলে সিচুয়ানের ছয় শহরে আটকা পড়েছেন সাড়ে ৪ লাখেরও বেশি মানুষ। তবে প্রাণহানির কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ইতোমধ্যে অবশ্য উদ্ধার তৎপরতা শুরু করেছে ফায়ার সার্ভিস, জরুরি অবস্থা বিভাগের কর্মী ও স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ। সর্বশেষে খবর অনুযায়ী, এ পর্যন্ত ৮০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বর্ষণ ও আকস্মিক এই বন্যায় সিচুয়ানে প্রায় ২৫ কোটি ইউয়ানের (৩ কোটি ৮০ লাখ ৫৭ হাজার ডলার) সমপরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সময় গড়ানোর সঙ্গে যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

এদিকে, চীনের জলবায়ু বিশেষজ্ঞরা জানিয়েছেন – বৈশ্বিক উষ্ণায়ন বা তাপবৃদ্ধির প্রভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে খরা ও অতিবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ আরও বাড়বে।

চীনের জাতীয় জলবায়ু কেন্দ্রের উপ পরিচালক শাও কুইংশেন রবিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘তাপমাত্রা বৃদ্ধি ও অতিবৃষ্টির ফলে ঝুঁকিতে পড়েছে দেশের পানির উৎসগুলো। আবহাওয়ার এই চিত্র যদি অব্যাহত থাকে, সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছি আমরা।’

গত ২০ জুলাই সপ্তাহজুড়ে চলা ভয়াবহ বর্ষণে চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে ব্যাপক বন্যা দেখা দিয়েছিল।

চীনের জাতীয় জলবায়ু কেন্দ্র জানিয়েছে, হেনানে গত এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল জুলাই মাসে। সরকারি হিসেব অনুযায়ী, সেই বন্যায় প্রাণ হারিয়েছেন ৩ শতাধিক মানুষ।

বি এন-০৫