কমলগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১১, ২০২১
১২:৪৪ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১১, ২০২১
১২:৪৪ পূর্বাহ্ন
দেশব্যাপী করোনার সংক্রমণ বৃদ্ধির ফলে চলমান লকডাউনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় মঙ্গলবার (১০ আগস্ট) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেগম সোমাইয়া আক্তার।
এ সময় সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করায় উপজেলার শমশেরনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি মামলায় সর্বমোট ১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেগম সোমাইয়া আক্তার বলেন, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান চলমান থাকবে।
এসডি/আরআর-০৯