কমলগঞ্জে অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

কমলগঞ্জ প্রতিনিধি


আগস্ট ১০, ২০২১
০৮:৫৭ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১০, ২০২১
০৮:৫৭ অপরাহ্ন



কমলগঞ্জে অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় জাতীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলায় অবস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংগীত, আবৃত্তি ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপস্থাপনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের হলরুমে দুইদিনব্যাপী এ অনলাইন প্রতিযোগিতা শুরু হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, উপজেলা সহকারী প্রোগ্রামার রফিকুল হক প্রমুখ।

উক্ত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। দুটি গ্রুপে অনলাইনভিত্তিক এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে 'ক' গ্রুপে ১ম থেকে ৭ম এবং 'খ' গ্রুপে ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।


এসডি/আরআর-১১