সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৭, ২০২১
১০:৫৬ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৭, ২০২১
১০:৫৮ পূর্বাহ্ন
আগামীকাল বুধবার (১৮ আগস্ট) মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা চিত্রনায়িকা পরীমনির পক্ষে আদালতে জামিন আবেদন করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাঁর আইনজীবীরা এই আবেদন করেছেন।
আদালত আবেদন গ্রহণ করে আগামীকাল বুধবার শুনানির দিন ধার্য করেছেন। এই তথ্য নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী মজিবুর রহমান।
এর আগে গত শুক্রবার পরীমনির জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তিনি এখন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী।
৪ আগস্ট বনানীর বাসা থেকে ১৯ বোতল বিদেশি মদসহ পরীমনিকে গ্রেপ্তার করে র্যাব। পরে দুই দফা তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
পরীমনির জামিন আবেদনের শুনানিতে গত শুক্রবার তাঁর আইনজীবীরা আদালতকে জানিয়েছিলেন, তিনি দেশের জনপ্রিয় একজন নায়িকা। তাঁর নাম বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের তালিকায় উঠে এসেছে। জামিন পেলে তিনি পালিয়ে যাবেন না। এই করোনাকালে তিনি দেশের বাইরেও যাবেন না।
বিএ-০৬