শ্রীমঙ্গল প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২১
১১:৪৪ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৯, ২০২১
১১:৪৪ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ, যার বাজার মূল্য প্রায় ১ লাখ টাকা।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা আড়াইটায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সহিদুল হক মুন্সী।
তিনি জানান, শ্রীমঙ্গল উপজেলাকে মাদকমুক্ত রাখতে প্রতিদিন মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাতগাঁও ইউনিয়নের লছনা বাজার থেকে ৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। তখন ঘটনাস্থল থেকে ১ জন পালিয়ে যায়।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ষাড়েরকোনা গ্রামের সাবু মিয়ার ছেলে হিরন মিয়া (২২) ও চাঁনপুর বস্তির জলিল আহমেদের ছেলে রশিদ মিয়া (২৪)। আর পলাতক ব্যক্তি একই থানার ষাড়েরকোনা গ্রামের মো. আক্কাছ আলীর ছেলে মো. রিমন মিয়া (২৮)।
এএসপি শহীদুল হক মুন্সী আরও বলেন, এছাড়া বুধবার (১৮ আগস্ট) উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাছড়া চা-বাগানের নাচঘরের কাছ থেকে একই এলাকার মৃত মানিক ভৌমিজের ছেলে সুমন ভৌমিজকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে পুলিশ।
তিনি জানান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নির্দেশে এবং শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবিরের নেতৃত্বে এসআই মো. আলমগীর, মো. আল-আমিন, মো. আসাদুর রহমান, তীথংকর দাস, কাশি শর্মা ও এএসআই সারোয়ার হোসেন অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের আটক করে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের এএসপি শহীদুল হক মুন্সী, শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুছ ছালেক, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন প্রমুখ।
ওসি মো. আব্দুছ ছালেক জানান, আটককৃতদের মাদক আইনে মামলা রুজুপূর্বক মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক ব্যক্তিকে আটকে অভিযান অব্যাহত আছে।
জিকে/আরআর-০৪