বঙ্গবন্ধুর সহচর আজিজুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

মৌলভীবাজার প্রতিনিধি


আগস্ট ২০, ২০২১
১২:০০ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২০, ২০২১
১২:০০ পূর্বাহ্ন



বঙ্গবন্ধুর সহচর আজিজুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

বঙ্গবন্ধুর সহচর বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজারের গুজারাইয়ে তার নিজ গৃহপ্রাঙ্গণে স্মৃতিচারণ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশন। 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকল ১১টায় কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি প্রদানের পর আজিজুর রহমানের জীবনী নিয়ে লেখা ‌'জীবনপাঠ' গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। 

এ সময় ৬ জন শিক্ষার্থীকে এককালীন ৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি ও ১০০ জন অসহায় মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়।   

বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশনের আহ্বায়ক মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার শোয়েবসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দরা মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।  

এ সময় প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশনকে ১ লাখ টাকা অনুদান প্রদান করার ঘোষণা দেন।


এসএইচ/আরআর-০৬