কমলগঞ্জে আরও ৬৩ জনের করোনা শনাক্ত, টিকার জন্য ভিড়

কমলগঞ্জ প্রতিনিধি


আগস্ট ১৯, ২০২১
০৯:১৫ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৯, ২০২১
০৯:১৫ অপরাহ্ন



কমলগঞ্জে আরও ৬৩ জনের করোনা শনাক্ত, টিকার জন্য ভিড়

প্রাণঘাতী করোনাভাইরাসে মৌলভীবাজারের কমলগঞ্জে এক দিনে নতুন শনাক্ত হয়েছেন আরও ৬৩ জন। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৬০ জনে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভুঁইয়া।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভুঁইয়া জানান, বৃহস্পতিবার দুপুরে আসা রিপোর্টে ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে কমলগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬৬০ জনে। উপজেলায় করোনায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৫ জন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৫০ জন। উপজেলায় সুস্থ হয়েছেন ৪৬১ জন।

নতুন আক্রান্ত ৬৩ জনকে তাদের আক্রান্তের বিষয়টি জানিয়ে আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে, গতকাল বুধবার মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আইসোলেশনে কমলগঞ্জ উপজেলার শাওলী সিনহা (৭৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (অরএমও) ডা. ফয়ছল জামান এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

কমলগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকা দেওয়া কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া প্রতিদিন করোনা পরীক্ষা করা হচ্ছে। আগের চেয়ে মানুষের মাঝেও সচেতনতা বৃদ্ধি পেয়েছে।

সরেজমিনে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, সারি বেঁধে করোনার টিকা নিতে জনসাধারণ ভিড় জমিয়েছেন। কেউ রেজিস্ট্রেশন করে কার্ড নিয়ে এসেছেন, আবার কেউ মোবাইলে মেসেজ পেয়ে এসেছেন। ভিড়ের কারণে দায়িত্বরত স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও সহকারীরা হিমশিম খাচ্ছিলেন।

কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভুঁইয়া জানান, উপজেলায় বৃহস্পতিবার পর্যন্ত করোনার ভ্যাকসিন গ্রহণে রেজিস্ট্রেশন করেছেন প্রায় ৫৬ হাজার মানুষ। এর মধ্যে ১ম ডোজ নিয়েছেন ২১ হাজার ৯৫৭ জন। ২য় ডোজ নিয়েছেন ৬ হাজার ২৭ জন। টিকা বাকি আছে ৩৩ হাজার ৭৭৩ জনের। গত ৭ আগস্ট কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় গণটিকার ১ম ডোজ প্রদান করা হয়।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য ২০টি শয্যা রয়েছে। এছাড়া পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার ও ১টি অক্সিজেন কনসেন্ট্রেটর রয়েছে।


এসডি/আরআর-১৩