কমলগঞ্জে মাছের পোনা অবমুক্ত

কমলগঞ্জ প্রতিনিধি


আগস্ট ২১, ২০২১
০৯:১৭ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২১, ২০২১
০৯:১৭ অপরাহ্ন



কমলগঞ্জে মাছের পোনা অবমুক্ত

মৌভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের দলই চা-বাগানে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপি সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল ব্যটালিয়ানের উদ্যোগে সপ্তাহব্যাপী মৎস পোনা অবমুক্তকরণ উপলক্ষে শনিবার (২১ আগস্ট) সকালে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধীনস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপিতে মৎস পোনা অবমুক্ত করে সপ্তাহব্যাপী এ পোনা অবমুক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল ব্যটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মাহাবুবুল ইসলাম। এ সময় ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মো. শাহজানসহ অন্যান্য পদবীর কর্মকর্তা ও সৈনিকরা উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মো. শাহজান জানান, বর্তমান করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে রুই, কাতল, মৃগেল, মনোসেক্স তেলাপিয়া, দেশী পুঁটিসহ বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

তিনি জানান, আগামী ২৭ আগস্ট পর্যন্ত ব্যাটালিয়ন সদর এবং অধীনস্থ বিওপিসমূহের পুকুর/লেকে বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্তকরণ হবে।


এসডি/আরআর-১৪