বড়লেখা প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২১
০৯:০৫ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৩, ২০২১
০৯:০৫ অপরাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় জামাতে মাগরিবের নামাজ আদায়ের সময়ের মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক ব্যক্তি।
রবিবার (২২ আগস্ট) উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সফরপুর জামে মসজিদে ওই ব্যক্তির মৃত্যু হয়। তাঁর নাম ফয়জুর রহমান দুখু (৪৮)। তিনি সফরপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ফয়জুর রহমান দুখু’র ভাগ্নে শিক্ষক সাইদুর রহমান বাবর সোমবার দুপুরে জানান, আমার মামা (ফয়জুর রহমান) মসজিদে জামাতে মাগরিবের সালাত আদায় করছিলেন। এসময় প্রথম রাকাতে সেজদা দিয়ে দ্বিতীয় বার সেজদা দিতে গিয়ে তিনি পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে সোমবার (২৩ আগস্ট) সকাল ১১টায় সফরপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে ফয়জুর রহমান দুখু’র জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে সার্বজনীন গোরস্থানে দাফন করা হয়।
এ জে/বি এন-০৫