নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২১
০৩:০৭ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৪, ২০২১
০৩:০৭ পূর্বাহ্ন
সিলেট নগরের দক্ষিণ সুরমা এলাকার বালুরমাঠ সংলগ্ন একটি চায়ের দোকান থেকে নারীসহ ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২২ আগস্ট) রাত আটটায় দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলামের নেতৃত্বে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৩ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন সবুজ মিয়া (৩৫), ইকবাল হোসেন (৪৩), শিপলু আহমদ (২৮), মো. সাগর (২৭), কবির আহমদ (২৮), মো. আকসার আলী (৩৫), আক্তার হোসেন (২৪), সালাম (৪০), মো. জাহেদ আলী (২৫) রুমা বেগম (৩০)
পুলিশ জানায় জুয়া খেলা অবস্থায় দক্ষিণ সুরমা এলাকার বালুরমাঠ সংলগ্ন রুমা বেগমের চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়। পরে বিধিমোতাবেক তাদেরকে আদালতে পাঠানো হয়।
বিএ-১৩