জুড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির প্রতিবাদে মানববন্ধন

জুড়ি প্রতিনিধি


আগস্ট ২৬, ২০২১
০৬:৩৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৬, ২০২১
০৬:৩৮ অপরাহ্ন



জুড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজারের জুড়ীতে হোছন আলী উচ্চবিদ্যালয়ের জানালা ভেঙে অফিসের প্রয়োজনীয় কাগজপত্র, ল্যাপটপ ও আলমারি ভেঙে টাকা চুরির প্রতিবাদে এবং এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার নয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হোছন আলী উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তাপস দাসের পরিচালনায় ও নয়া বাজার আহমদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, হোছন আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিরেশ রুদ্রপাল, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ওবাইদুল ইসলাম রুহেল, নয়া বাজার কমিটির সভাপতি আতিকুল ইসলাম, হোছন আলী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিল আহমদ, যুবলীগ নেতা শাহ মোয়াজ্জেম রুবেল, সাবেক শিক্ষার্থী সামাদ আহমদ, আশরাফুল ইসলাম, রুমান আহমদ প্রমুখ।

গত ১৪ আগস্ট দিবাগত রাতে হোছন আলী উচ্চবিদ্যালয়ের অফিসের জানালা ভেঙে চুরির ঘটনা ঘটে। এতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার মালামাল চুরি হয় বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিরেশ রুদ্রপাল।


এইচআর/আরআর-০৪