রাজনগরে ওয়াইফাই সেবা জিটিসি নেটের উদ্বোধন

রাজনগর প্রতিনিধি


আগস্ট ২৮, ২০২১
১২:৪০ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৮, ২০২১
১২:৪০ পূর্বাহ্ন



রাজনগরে ওয়াইফাই সেবা জিটিসি নেটের উদ্বোধন

মৌলভীবাজারের রাজনগরে তারবিহীন দ্রুতগতির ওয়াইফাই সেবা চালু করেছে জিটিসি নেট। উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শুক্রবার রাজনগর বাজার এলাকায় ফ্রি ওয়াইফাই সেবা দেওয়া হচ্ছে।

শুক্রবার (২৭ আগস্ট) রাজনগর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে জিটিসি সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন রাজনগর উপজেলার চেয়ারম্যান মো. শাহজাহান খান।

রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কিউআর ইনোভেশন টেকনোলজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এ এইচ এম মোস্তফা কামাল, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, জিটিসি নেটের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান হিমেল, প্যান এম টেক লিমিটেডের জোনাল ম্যানেজার সিরাজুল ইসলাম শিপন, জিটিসি নেটের বিজনেস পার্টনার রিপন আহমদ প্রমুখ।


এফএইচ/আরআর-১১